মুসলিম মানে বীর
আমি মুসলিম, আমি বীর,
আমি লাখো শত্রু দেখেও
করি না নত শির।
আমি লড়তে জানি ,আমি জিততে জানি,
আমি উদ্বিদ্ধ বৈরী হানি ।
আমি বদর মুতার খন্দকের জাতি
আমার বিজয়দৃপ্ত খ্যাতি!
আমি মুসলিম, আমি সংগ্রমি,
পুরাবৃত্তে চেয়ে দেখ
আমি কতটা অগ্রগামী।
ওমর খালিদ আলী হায়দার
তাদের থেকে আমি শিখি বারবার,
লড়তে মরতে আমি নাহি পায় ভয়,
আমি মুসলিম এটাই আমার পরিচয়।
লিল্লাহি তাকবির আল্লাহু আকবার,
আল্লাহু আকবার তাকবির আমার শক্তি
আল্লাহু আকবার তাকবির আমার অস্ত্র
আল্লাহু আকবার তাকবির আমার সাহস
আল্লাহু আকবার তাকবির আমার বিজয়
আর আল্লাহু আকবার তাকবিরেই বিশ্ব কম্পিত হয়।।
N.T: I wrote this poem in Karnataka, India on the issue of Muslim women Muskan.
Date: 9 Feb 2022.
0 Comments
Write Your Comment