একাত্তরের বসন্ত
বছর পরে ঋতুরাজ
এসেছে বাংলায়।
পাকসেনাদের নির্মমতায়
বুঝার উপায় নাই।
চারদিকে নাই কোন সুরে,
নাই কোকিলের গান।
দুর গ্রামে করে আওয়াজ
রাইফেল মেশিনগান।
ফুটল অশোক বকুল পলাশ,
নাই কোন সুবাস
ছড়িয়ে আছে চারপাশেতে
দুর্গন্ধময় লাশ।
শহীদের রক্ত যখন
সবুজ ঘাসে হাসে,
মনে হয় শিমুল ফুল
ফুটল দূর্বাঘাসে।
পাকসেনাদের নিষ্ঠুরতায়
বাংলা যখন ঢাকা,
বিষাধময় এ সোনার বাংলা
রক্ত দিয়ে মাখা।
লাঞ্চনা আর বঞ্চনাতে,
জাতি দিশেহারা,
প্রতিশোধের আগুন সবার
অন্তরে নাড়া।
সবই জাতি সহ্য করে,
ভাবে নিরান্তে ।
ফুলের সুবাস পাইবো কি
এই বসন্তে?
এমন সময়ে রেসকোর্সেতে
ফুটল মুজিব ফুল,
সেই সুবাসে সকল জাতি
হইলো যে ব্যাকুল।
মুজিব ফুলের ঘ্রানে যখন
ভাঙ্গলো জাতির ঘুম।
শিহরণে উঠলো কেঁপে,
পাক বারুদ্দ-বোম!
বীরের মতো লড়ে জাতি
গড়লো রূপকথা,
৩০ লক্ষ প্রাণ দিয়ে
আনলো স্বাধীনতা ।।
তারিখঃ ২৯/১০/২০১৯
0 Comments
Write Your Comment